Blog Archive

Friday, June 19, 2009

স্বাধীনতা

একটা ছোট্ট বুলবুল, প্রচন্ড ঝড়ে গাছ থেকে - ছোট্ট বাসা থেকে পড়ে গেছে মাটিতে। মাটির ছোট্ট ছোট্ট ঘাসেরা কিন্তু প্রচন্ড ঝড়ের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখে। পরের দিন সূর্য উঠলে তার খিদে পায় -কিন্তু মা কোথায়? ছোট্ট ঠোঁট ফাঁক করে সে কাঁদে। হ্যাঁ, তার ডাক কেউ শুনেছে। কে ও? মানুষ! - এই এখন তার নতুন মা। ধিরে ধিরে বুলবুলি বড় হয় - তার খুব খিদে, পেট যেন কিছুতেই ভরে না। মাঝে মাঝে দূরে কার যেন চেনা ডাক সে শুনতে পায়। ডানায় তার নতুন শক্তি আসে - ডানা ঝাপটায়। প্রথম নীল আকাশের নিচে নতুন মার কালো টুপির উপর বসে সে গাছপালা চেনে সে। শে্ষ পর্যন্ত তা নেশার মত ঘোর লাগায় – প্রতিদিন তার বাইরে বেরনো চাই-ই-চাই। বন্দি নয় সে, কারণ পায়ে শিকল নেই-তবু যেন সে কিসে আটকে! তার আর ভাল লাগে না এই জীবন। নতুনের ডাক, আপনজনের ডাক তাকে রাতের অন্ধকারে ডুকরে ডুকরে, গুমরে গুমরে কাঁদায়। প্রথম সে ওড়ে – দিনের আলোয়-টলমল করে, এক ডাল থেকে আরেক ডালে। বিপদ আছে – বড় কাঁটায় ভরা কুলগাছ। সবচেয়ে ভয় – বড় বড় কাক আর চিলকে। তবু ভয়কে জয় করতে হবে – তবেই হতে পারবে স্বাধীন। নীল আকাশ তাকে সব সময় টানে। সেখানে যে মা আছে! মার পিছন পিছন অনেক উপরে, নীল সমুদ্রে গা ভাসান – সে যে সব কিছু পাওয়া – মুক্তি – স্বাধীনতা! আজ নীল আর সবুজ হবে তার আশ্রয়। নীলে হবে তার বিচরণ – সবুজে আশ্রয়। আজ সে সবচেয়ে সুখী।
আজ ছোট্ট বুলবুলি – স্বাধীন পাখি।।

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers