Blog Archive

Saturday, March 20, 2010

রবীন্দ্রসংগীত -শামা রহমান

http://www.youtube.com/watch?v=WRodisPcZns













ডাকব না ডাকব না
পর্যায় : প্রেম

(না না না ) ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।

পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে।।
দেবার ব্যাথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তোর কোথায় চলে-
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে।।
মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে-
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে-
গেল যখন আশার বচন গেছে রেখে।।


http://www.youtube.com/watch?v=r81C_U6h8AY




ও জোনাকি কী সুখে ওই ডানা দুটি
পর্যায় : বিচিত্র

ও জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ।।
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব'লে কি কম আনন্দ ।
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ ।।
তোমার যা আছে তা তোমার আছে, তুমি নো গো ঋণী কারো কাছে,
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নো গো ছোটো,
জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ ।।



http://www.youtube.com/watch?v=Gz7mB71Ayi8




আমার শেষ পারানির কড়ি
পর্যায় : পূজা

কন্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-
একলা ঘাটে রইব না গো পড়ি ।।
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ।।
পার হব কি নাই হব তার খবর কে রাখে-
দূরের হাওয়ায় ডাক দিস এই সুরের পাগলাকে ।
ওগো তোমরা মিছে ভাব',
আমি যাবই যাবই যাব-
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ।।

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers