Blog Archive

Tuesday, August 17, 2021

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা

 বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে, 

তারা আনন্দে হইল মগনা,

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে ফুলের মালা গাঁথে,

মন আনন্দে, প্রেম আনন্দে, 

তারা কইরাছে বাসনা,

তারা যুগল গলে দিবে মালা, 

তারা পুরাবে মনের বাসনা, 

রাই শ্যামের যুগল ঘটনা। 


ময়ূর বলে ও ময়ূরী ত্বরা করে আয়,

রাধাকৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যায়, 

তোরা দেখবি যদি আয়,

আমরা পাখির জনম সফল করবো, 

আমরা পুরাবো মনের বাসনা। 

রাই শ্যামের যুগল ঘটনা।। 


রাধাকৃষ্ণের মিলন হইল রস বৃন্দাবনে,

তাপিত প্রাণ শীতল করি যুগল দরশনে, 

এমন দিন তো হবে না।

রাধাকৃষ্ণের মিলন হইল, 

ও মন হরি হরি কেন বল না! 

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা।। 


গায়কঃঅমর পাল 


কান্দে কান্দে কন্যা শাহের কুমারী

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।



কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।

কেরে জাগো, কেরে জাগো গার উড়িয়া উঁচা 

বাসরে ঢলিলো প্রভূ চম্পকেরো রাজা রে,

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


কান্দে অভাগিনী বেউলা লখাই কোলে করি।

প্রাণের অধিক প্রভূ, কারে দিলাম ডালি রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


গাড় উরাইয়া উঁচা কে বা জাগে আগে

দেখ আসিয়া প্রভূরে দংশিল কালো নাগে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সুন্দর যে প্রভূ মোর ধুলায়ও লুটায়

শুনিয়া কি বলিবে তোমার বাপ মায় রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


পূর্ব জন্মে কার আমি হরিলাম পতি,

সত্যসাপে দিল মোরে ব্রাহ্মণের জ্যোতি রে।। 

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সিঁথির সিন্দুর আমার না পরিল কালি,

কাঁচা রাঢি বলে মোরে, কেবা দিল গালি রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


এর উপর যৌবন আমার হইল ছারখার, 

কপাল চিরিয়া দেখি কি বা আছে আর রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সুন্দর বদন বহিয়া পরিছে গরল

বাসরে সুন্দরী বেহুলা কান্দিয়া বিফল রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।

গায়কঃঅমর পাল


(গার অর্থ খিদমতগার, কারিগর)


#বেহুলা লক্ষিন্দর 

#মনসামঙ্গল

বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

 



বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


হরেরও দুহিতা সে যে বিষহরি নাম

হরণ করিছে বসে বিষ অবিরাম। 

জয় জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


জগৎকারু মুনির সনে হল পরিনয়

জন্মিল আস্তিক ঋষি পদ্মার তনয়।

নাগমাতা বলে তার কত কীর্তি গাঁথা 

ভক্তি পুর শোন চিতে কহিব সে কথা।।


বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।।

গায়কঃ অমর পাল

#মনসাদেবী 

#পুজা #পার্বণ

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers