Blog Archive

Thursday, August 12, 2021

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

 হায় রে, পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।

স্ত্রী পুত্র এ দুনিয়ায়

ভেবে দেখ কেবা কার রে।

মিছে করি আমার আমার, কেউতো সঙ্গী নয়

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

ভাই বান্ধব ইস্টি যত, সকলই স্বপনের মত

 সুসময়ের সাথী কত, অসম


য়ের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।


যারে বল আপন আপন, সে কি সঙ্গে যাবে তখন রে,

গুণ করিয়া দেখ রে মন দু'দিনের প্রণয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


এই দুনিয়ায় টাকা পয়সা শুধু কেবল বৃথা আশা রে।

দেখবে ক'দিন রং তামাশা, কোন কাজের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।

গায়কঃ অমর পাল

তেপান্তরের মাঠে

 তেপান্তরের মাঠে


- নজরুল ইসলাম 


তেপান্তরের মাঠে বধু হে

একা বসে থাকি

তুমি যে পথ দিয়ে গেছ চলি

তারি ধুলা মাখি হে

একা বসে থাকি


যেমন পা ফেলেছো গিরিপথে

রাঙা পথের ধুলাতে

তেমনি করে আমার বুকে

চরণ যদি বুলাতে

আমি খানিক জ্বালা ভুলতাম

ঐ মানিক বুকে রাখি হে

একা বসে থাকি

আমার খাওয়া-পরায় নাই রুচি আর

ঘুম আসেনা চোখে

ঘুম আসেনা চোখে

আমি বাউরি হয়ে বেড়াই পথে

দেখে হাসে পাড়ার লোকে

হাসে পাড়ার লোকে

আমি তালপুকুরে যেতে নারি

এ কি তোমার মায়া হে

ঐ কালো জলে দেখি

তোমার কালো রুপের ছায়া হে

আমায় কলঙ্কিনি নাম রটিয়ে

তুমি দিলে ফাঁকি হে

একা বসে থাকি


তেপান্তরের মাঠে বধু হে

একা বসে থাকি

একা বসে থাকি

একা বসে থাকি


গায়কঃঅমর পাল

চিত্রঃআব্দুর রহমান চুঘতাই

কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী

 কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী।

কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর বসে ফুলে ফুলে।

ওগো মা, মাগো আমার!

কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর বসে ফুলে ফুলে।

আঙ্গিনায় নৃত্য কইরাছে খঞ্জনা খঞ্জনী।

কানাইয়া সাজাইয়া দাও।


হাতে দাও মা সর ও ননী, বেন্ধে দাও মা চূূড়া বেণী।

গগনে বেলা হইয়াছে গো মা নন্দরাণী!

কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী।।

গায়কঃঅমর পাল

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers