Blog Archive

Sunday, December 6, 2009

ঘুরে এলাম......







*দক্ষিণেশ্বরে মার মন্দির*












*দক্ষিণেশ্বর পঞ্চবটী*



*সারদা মঠ*











*ভিক্টরীয়া*


















প্রিয় যারা......

আমার ভুলোসোনা [বোমভোলা]



আমার কোকিলা [ধন্যিমেয়ে]
























খুব সুন্দর ঘুরে এলাম, সারদামঠ-

খুব সুন্দর ঘুরে এলাম, সারদামঠ-
২৭ শে অক্টোবর, ২০০৯


অদ্ভূত এক অনুভূতি হলো। এর আগে মহারাজদের পূজা ও আরতি দেখেছি। কিছুটা দূরত্ব এবং অনেক গাম্ভীর্য মেশানো। অনেকটা কাঠিন্য মিশ্রিত এক সন্ন্যাস সুলভ উদাসিনতা তাদের অনেক দুরের মানুষ মনে হত।

কিন্তু সেই একই ভাবে মাতাজীরাও যে পূজার্চনা করেন, বিশালরূপে এই প্রথম দেখলাম এবং তাতে মিশ্রিত ছিল অদ্ভূত শান্ত, স্নিগ্ধ কোমলতা।

যেটা দেখে মজা লাগলো চারদিকে নারী আর নারী! বিভিন্ন বয়সের। কেউ সন্ন্যাসিনী, কেউ ব্রহ্মচারিনী, আর আমাদের মত অসংখ্য গৃহী। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন। পূজোর ফুলগুলি পর্যন্ত কি সুন্দর এক ভাবে গুছিয়ে রাখা।

যিনি পূজো করছিলেন তার শান্ত কণ্ঠস্বরে মনের সব ক্লান্তি দুর হয়ে গেল। মন শান্তিতে পরিপূর্ণ হলো।






Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers