Blog Archive

Monday, August 30, 2021

ভক্তি মূলক গীতিনাট্য : জন্মাষ্টমী


 


ভক্তি মূলক গীতিনাট্য : জন্মাষ্টমী

Monday, August 23, 2021

শুন হে কলির জীব



বনে বনে পাপিয়া বোলে

 



বনে বনে পাপিয়া বোলে

কুঞ্জে কুঞ্জে গুঞ্জরে অলি কুসুমে,

নীল নলীনে নলীনি দোলে।

মৃদুশীতবায়ে বনবীথিকায়ে

ঘুমায় কুলায় শুকসারি মুখ লুকায়ে,

চাঁদিনী রাতে বিমল প্রভাতে

কে গো দখিন দ্বার খোলে।


-পণ্ডিত তারাপদ চক্রবর্তী

Saturday, August 21, 2021

GeorgeDa

 #DebabrataBiswas 

#GeorgeDa

জন্মতিথি তে লহ প্রণাম 🙏










Wednesday, August 18, 2021

রাই জাগো রাই জাগো

 "রাই জাগো রাই জাগো


", শুক-সারী বলে।।

কত নিদ্রা যাও গো রাধে, শ্যাম নাগরের কোলে।

"রাই জাগো রাই জাগো" শুক-সারী বলে।


শুক সারীর রব শুনি, জাগিলো রাই বিনোদিনী।।।

আপনি জাগিয়া রাই কানুরে জাগাইলে।

রাই জাগো রাই জাগো, শুক-সারী বলে।।


নিদ্রার আবেশে রাধে ঢুলুঢুলু করে।

হেলিয়া ঢলিয়া পড়ে শ্যাম নাগরের কোলে।

শুক বলে, "ওগো সারী কি কার্য করিলে!

তমালে কনকলতা কেন ছাড়াইলে!"

"রাই জাগো রাই জাগো", শুক-সারী বলে।।


লোকগীতি : প্রভাতী 

শিল্পী:–অমর পাল

#radhakrishna

Tuesday, August 17, 2021

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা

 বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে, 

তারা আনন্দে হইল মগনা,

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে ফুলের মালা গাঁথে,

মন আনন্দে, প্রেম আনন্দে, 

তারা কইরাছে বাসনা,

তারা যুগল গলে দিবে মালা, 

তারা পুরাবে মনের বাসনা, 

রাই শ্যামের যুগল ঘটনা। 


ময়ূর বলে ও ময়ূরী ত্বরা করে আয়,

রাধাকৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যায়, 

তোরা দেখবি যদি আয়,

আমরা পাখির জনম সফল করবো, 

আমরা পুরাবো মনের বাসনা। 

রাই শ্যামের যুগল ঘটনা।। 


রাধাকৃষ্ণের মিলন হইল রস বৃন্দাবনে,

তাপিত প্রাণ শীতল করি যুগল দরশনে, 

এমন দিন তো হবে না।

রাধাকৃষ্ণের মিলন হইল, 

ও মন হরি হরি কেন বল না! 

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা।। 


গায়কঃঅমর পাল 


কান্দে কান্দে কন্যা শাহের কুমারী

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।



কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।

কেরে জাগো, কেরে জাগো গার উড়িয়া উঁচা 

বাসরে ঢলিলো প্রভূ চম্পকেরো রাজা রে,

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


কান্দে অভাগিনী বেউলা লখাই কোলে করি।

প্রাণের অধিক প্রভূ, কারে দিলাম ডালি রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


গাড় উরাইয়া উঁচা কে বা জাগে আগে

দেখ আসিয়া প্রভূরে দংশিল কালো নাগে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সুন্দর যে প্রভূ মোর ধুলায়ও লুটায়

শুনিয়া কি বলিবে তোমার বাপ মায় রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


পূর্ব জন্মে কার আমি হরিলাম পতি,

সত্যসাপে দিল মোরে ব্রাহ্মণের জ্যোতি রে।। 

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সিঁথির সিন্দুর আমার না পরিল কালি,

কাঁচা রাঢি বলে মোরে, কেবা দিল গালি রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


এর উপর যৌবন আমার হইল ছারখার, 

কপাল চিরিয়া দেখি কি বা আছে আর রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।


সুন্দর বদন বহিয়া পরিছে গরল

বাসরে সুন্দরী বেহুলা কান্দিয়া বিফল রে।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।

কান্দে কান্দে কন্যা শাহের কুমারী।।

গায়কঃঅমর পাল


(গার অর্থ খিদমতগার, কারিগর)


#বেহুলা লক্ষিন্দর 

#মনসামঙ্গল

বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

 



বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


হরেরও দুহিতা সে যে বিষহরি নাম

হরণ করিছে বসে বিষ অবিরাম। 

জয় জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।

জয় জগৎ গৌরী মা।।


জগৎকারু মুনির সনে হল পরিনয়

জন্মিল আস্তিক ঋষি পদ্মার তনয়।

নাগমাতা বলে তার কত কীর্তি গাঁথা 

ভক্তি পুর শোন চিতে কহিব সে কথা।।


বন্দীব বন্দীব আজি যন্ত্রে দিয়া ঘা

হংসাসনে অধিষ্ঠিতা জগৎ গৌরী মা।।

গায়কঃ অমর পাল

#মনসাদেবী 

#পুজা #পার্বণ

Saturday, August 14, 2021

ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি

 সকলকে জানাই ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

#IndependenceDay 


ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি,


আমার জন্মভূমি ও ভাই সবার চেয়ে খাঁটি

আমার কিসের ভাবনা।

আমি হাসিবো খেলিবো আনন্দে ঘুরিবো

এমন মাতৃভূমি কোথাও পাবোনা

আমি, এমন মাতৃভূমি কোথাও পাবোনা।

আমার কিসের ভাবনা।


সারা জনম যাকনা চলে হাসিমুখে জয়মা বলে।

আমি রইবো তবু মায়ের কোলে।

আমি, সুখেতে বাঁচিবো, দুখে না মরিবো।

সুখেতে বাঁচিবো, দুখে না মরিবো।

মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবোনা।

আমি, মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবোনা।

আমার কিসের ভাবনা। 


ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি,

আমার জন্মভূমি ও ভাই সবার চেয়ে খাঁটি

আমার কিসের ভাবনা।


গায়কঃ অমর পাল

Thursday, August 12, 2021

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

 হায় রে, পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।

স্ত্রী পুত্র এ দুনিয়ায়

ভেবে দেখ কেবা কার রে।

মিছে করি আমার আমার, কেউতো সঙ্গী নয়

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

ভাই বান্ধব ইস্টি যত, সকলই স্বপনের মত

 সুসময়ের সাথী কত, অসম


য়ের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।


যারে বল আপন আপন, সে কি সঙ্গে যাবে তখন রে,

গুণ করিয়া দেখ রে মন দু'দিনের প্রণয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


এই দুনিয়ায় টাকা পয়সা শুধু কেবল বৃথা আশা রে।

দেখবে ক'দিন রং তামাশা, কোন কাজের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।

গায়কঃ অমর পাল

তেপান্তরের মাঠে

 তেপান্তরের মাঠে


- নজরুল ইসলাম 


তেপান্তরের মাঠে বধু হে

একা বসে থাকি

তুমি যে পথ দিয়ে গেছ চলি

তারি ধুলা মাখি হে

একা বসে থাকি


যেমন পা ফেলেছো গিরিপথে

রাঙা পথের ধুলাতে

তেমনি করে আমার বুকে

চরণ যদি বুলাতে

আমি খানিক জ্বালা ভুলতাম

ঐ মানিক বুকে রাখি হে

একা বসে থাকি

আমার খাওয়া-পরায় নাই রুচি আর

ঘুম আসেনা চোখে

ঘুম আসেনা চোখে

আমি বাউরি হয়ে বেড়াই পথে

দেখে হাসে পাড়ার লোকে

হাসে পাড়ার লোকে

আমি তালপুকুরে যেতে নারি

এ কি তোমার মায়া হে

ঐ কালো জলে দেখি

তোমার কালো রুপের ছায়া হে

আমায় কলঙ্কিনি নাম রটিয়ে

তুমি দিলে ফাঁকি হে

একা বসে থাকি


তেপান্তরের মাঠে বধু হে

একা বসে থাকি

একা বসে থাকি

একা বসে থাকি


গায়কঃঅমর পাল

চিত্রঃআব্দুর রহমান চুঘতাই

কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী

 কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী।

কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর বসে ফুলে ফুলে।

ওগো মা, মাগো আমার!

কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর বসে ফুলে ফুলে।

আঙ্গিনায় নৃত্য কইরাছে খঞ্জনা খঞ্জনী।

কানাইয়া সাজাইয়া দাও।


হাতে দাও মা সর ও ননী, বেন্ধে দাও মা চূূড়া বেণী।

গগনে বেলা হইয়াছে গো মা নন্দরাণী!

কানাইয়া সাজাইয়া দাও গো মা নন্দরানী।।

গায়কঃঅমর পাল

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers