Blog Archive

Monday, June 22, 2009

ভালবাসা

(এলোমেলো মগজের ভাবনা......)
ভালবাসা কি? সে কি কেবল দুঃখ দেয়? না – সুখও দেয়? কিন্তু সেই সুখে কি শান্তি আসে? যাকে ভালবাসি – তাকে সব সময় কেন কাছে পেতে চাই? সে ধরা দেবে না জেনে খুশিও হই। ভালবাসা কিন্তু সবসময় স্থীতি চায় না। ভালবাসায় দুঃখ পেলেও তা কেন মনকে অদ্ভুত আনন্দ দেয়? হয়তো সবই কল্পনা – তাই এমন মনে হয়। বাস্তব বড়ই কঠিন। তবু সেখানেও হয়ত ভালবাসাকে অনুভব করা যায়। কিন্তু তবু যেন কেন ভয় হয়! ভালবাসায় রূপের স্থান কোথায়? ভয়ঙ্কর-দর্শ মানুষ ভালবাসতে পারে সবাই এ কথা মানি – কিন্তু তার ভালবাসা ক’জন চায়! আসলে ভালবাসা সোজা নয়! প্রিয়কেও কি সব সময় ভালবাসা যায়! না হলে কি বুঝতে হবে তা আসলে ভাল লাগা! ভালবাসা ধিরে২ অন্তরের গহনে ভাল – বাসাও চেয়ে বসে। তখন! তখন সেই বাসা ধিরে২ সুন্দর নীড় থেকে আধুনিক গৃহের দিকে পা বারায়। তখনই দেখা যায় উপলক্ষের জন্য লক্ষ যেন কবে দুরে সরে গেল – ভালবাসা যেন কোথায় হারিয়ে গেল! তখন আবার প্রিয়কে নিয়ে পথে নেমেই শান্তি। ভালবাসা আসলে কখনও ফুরায় না। দুরত্ব তাকে আপন করায়। আসলে অকৃত্রিম ভালবাসা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় এক।।

No comments:

Post a Comment

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers