Blog Archive

Tuesday, August 17, 2021

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা

 বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে, 

তারা আনন্দে হইল মগনা,

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দা আদি সখিগণে ফুলের মালা গাঁথে,

মন আনন্দে, প্রেম আনন্দে, 

তারা কইরাছে বাসনা,

তারা যুগল গলে দিবে মালা, 

তারা পুরাবে মনের বাসনা, 

রাই শ্যামের যুগল ঘটনা। 


ময়ূর বলে ও ময়ূরী ত্বরা করে আয়,

রাধাকৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যায়, 

তোরা দেখবি যদি আয়,

আমরা পাখির জনম সফল করবো, 

আমরা পুরাবো মনের বাসনা। 

রাই শ্যামের যুগল ঘটনা।। 


রাধাকৃষ্ণের মিলন হইল রস বৃন্দাবনে,

তাপিত প্রাণ শীতল করি যুগল দরশনে, 

এমন দিন তো হবে না।

রাধাকৃষ্ণের মিলন হইল, 

ও মন হরি হরি কেন বল না! 

রাই শ্যামের যুগল ঘটনা। 


বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা। 

বৃন্দাবনে রাই শ্যামের যুগল ঘটনা।। 


গায়কঃঅমর পাল 


No comments:

Post a Comment

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers