Blog Archive

Monday, June 10, 2024

কোন স্থান যদি সৎ চিন্তা হয়, তাহলে সে স্থানে গেলেই ভালো লাগে। একে বলে তন্মাত্র।

কথামৃত আলোচনা : স্বামী ঈশাত্মানন্দ মহারাজ কোন স্থান যদি সৎ চিন্তা হয়, তাহলে সে স্থানে গেলেই ভালো লাগে। যেমন- মন্দিরে গিয়ে কেউ অসুখের কথা চিন্তা করবে না, খাবারের কথা চিন্তা করবে না। ভগবানের কথাই চিন্তা করবে। আবার সিনেমা হলে কেউ ধ্যান করে না। সিনেমাই দেখবে। একে বলে তন্মাত্র। তন্মাত্র - তন্মাত্র (সংস্কৃত: तन्मात्र) হল হিন্দু সৃষ্টিতত্ত্বের সূক্ষ্ম উপাদান। পাঁচটি ইন্দ্রিয় উপলব্ধি রয়েছে - শ্রবণ, স্পর্শ, দৃষ্টি, স্বাদ ও গন্ধ। পাঁচটি ইন্দ্রিয় উপলব্ধি এবং পাঁচটি ইন্দ্রিয়-অঙ্গের সাথে সম্পর্কিত পাঁচটি তন্মাত্র রয়েছে- শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তন্মাত্র বিভিন্ন উপায়ে একত্রিত এবং পুনরায় একত্রিত হয়ে স্থূল উপাদান তৈরি করে - পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ, যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত স্থূল মহাবিশ্ব তৈরি করে। ইন্দ্রিয়গুলি বস্তুর সংস্পর্শে এসে তাদের ভূমিকা পালন করে এবং সেগুলির ছাপ মানসে নিয়ে যায় যা তাদের গ্রহণ করে এবং নিয়মে সাজায়। #ishatmananda #Swamilshatmananda https://youtu.be/dHEVCg1Fwtg?si=f9IZEGKMutgc513m

রামকৃষ্ণ বললেন-ভক্তি হচ্ছে আসল। ভগবানে ভক্তি, বিশ্বাস থাকলেই হবে। এত সহজ করে আগে ধর্ম আমাদের কাছে আসেনি।

কথামৃত আলোচনা : স্বামী ঈশাত্মানন্দ মহারাজ ঈশ্বর সাকার আবার নিরাকারও হতে পারেন। তাই হিন্দুদের সাকার রূপের অন্ত নেই। যে যেমন পারছে একটা রূপ তৈরি করে পুজো করছে। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন অনেক রূপ হোলেও অসুবিধা নেই। ভক্তি হচ্ছে আসল। ভক্তি থাকলেই হবে। ভগবানে ভক্তি, বিশ্বাস থাকলেই সব হবে। এত সহজ করে আগে ধর্ম আমাদের কাছে আসেনি। তার কারণ কিছু লোক ধর্মটাকে নিজেদের কাজে লাগায়। তারা তাদের সুবিধা মত সব কিছু ঠিক করে। যিশু খ্রিস্ট যখন ঈশ্বরকে ডাকছিলেন তখন কি পোশাক পরেছিলেন! কিন্তু পরবর্তীতে এখন যারা তাকে ডাকে তারা কত রকমের পোশাক পরা শুরু হল। কিছুটা প্রশাসনিক কারণে এসব করতে হয় বটে। কিন্তু পোশাকটা ধর্মের কোন অঙ্গ নয়। #ishatmananda #Swamilshatmananda https://youtu.be/dHEVCg1Fwtg?si=f9IZEGKMutgc513m

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers