Blog Archive

Monday, June 10, 2024

কোন স্থান যদি সৎ চিন্তা হয়, তাহলে সে স্থানে গেলেই ভালো লাগে। একে বলে তন্মাত্র।

কথামৃত আলোচনা : স্বামী ঈশাত্মানন্দ মহারাজ কোন স্থান যদি সৎ চিন্তা হয়, তাহলে সে স্থানে গেলেই ভালো লাগে। যেমন- মন্দিরে গিয়ে কেউ অসুখের কথা চিন্তা করবে না, খাবারের কথা চিন্তা করবে না। ভগবানের কথাই চিন্তা করবে। আবার সিনেমা হলে কেউ ধ্যান করে না। সিনেমাই দেখবে। একে বলে তন্মাত্র। তন্মাত্র - তন্মাত্র (সংস্কৃত: तन्मात्र) হল হিন্দু সৃষ্টিতত্ত্বের সূক্ষ্ম উপাদান। পাঁচটি ইন্দ্রিয় উপলব্ধি রয়েছে - শ্রবণ, স্পর্শ, দৃষ্টি, স্বাদ ও গন্ধ। পাঁচটি ইন্দ্রিয় উপলব্ধি এবং পাঁচটি ইন্দ্রিয়-অঙ্গের সাথে সম্পর্কিত পাঁচটি তন্মাত্র রয়েছে- শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তন্মাত্র বিভিন্ন উপায়ে একত্রিত এবং পুনরায় একত্রিত হয়ে স্থূল উপাদান তৈরি করে - পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ, যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত স্থূল মহাবিশ্ব তৈরি করে। ইন্দ্রিয়গুলি বস্তুর সংস্পর্শে এসে তাদের ভূমিকা পালন করে এবং সেগুলির ছাপ মানসে নিয়ে যায় যা তাদের গ্রহণ করে এবং নিয়মে সাজায়। #ishatmananda #Swamilshatmananda https://youtu.be/dHEVCg1Fwtg?si=f9IZEGKMutgc513m

No comments:

Post a Comment

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers